পোস্টগুলি

নভেম্বর, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ঠাকুর দেখা অথবা অন্ধকারের গল্প

ছবি
 : ১ : -দুর্গাপুজো, কালীপুজো সব শেষ। ভাইফোঁটা গেলেই এবছরের মত উৎসব ঠাঠা।  -কে বলল, জগদ্ধাত্রী পুজো আছে তো। -সে তো চন্দননগর আর কৃষ্ণনগর। - তবু উৎসব তো। - তা বটে। তবে সে ভূমিকম্পের আফটার শকের মত। - তোমার তো উৎসব নিয়ে খুব একটা হেলদোল ছিলনা। আজ হঠাৎ? - না সে আমার আজও নেই। তবু এই এত লোক আনন্দ করছে। গান শুনছে। নতুন জামা পরছে। সাজছে। বাজি ফোটাচ্ছে তারপর একদিন ধপ করে সেই যা তাই হয়ে গেল। মানুষগুলোর সেই আগের মত কোঁচকানো কপাল, বিষণ্ন মুখ। দেখে অবাক লাগে। - আর একটু মন খারাপ খারাপ করে তাইনা? - তা একটু করে বৈকি। - হুমম। এর কোনো ওষুধ নেই। আমার মন খারাপের যদিও আরও একটা কারণ আছে। - কি কারণ? - মনে হয় সেই ছোটবেলার উন্মাদনার দিনগুলোতে আর চেষ্টা করেও ফিরতে পারব না। চেষ্টা করেও সেই আগের মত পুজো আসার আনন্দ পাবো না তাই পুজো চলে গেলে আর আগের মত দুঃখও হয়না। দুঃখটা সেখানেই। - তোমার পুজোর আনন্দ ব্যাপারটা আমি বুঝি। - কি, কি বোঝো শুনি? - না তোমার পুজো মানেই তো সেই নীল পাঞ্জাবী পরা হারগিলে ছেলেটা যে হঠাৎ কাউকে দেখে পাগল হয়ে যেত। তারপর ষষ্ঠীর রাত থেকে কালীপূজা অবধি তার আরাধনা চলত। বিয়ের পরে আর সেসব হচ্ছে না।...
জীবনের গল্প