ফুটপাথের দোকান - শীর্ষেন্দু মুখোপাধ্যায়

গত দুচার বছরে পত্রভারতী প্রকাশনী থেকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নানা লেখা কুড়িয়ে বাড়িয়ে বেশ কয়েকটা বই প্রকাশিত হয়েছে। হারিয়ে যাওয়া লেখা, সিন্দুক খুললেই চল্লিশ ইত্যাদি। ফুটপাতের দোকান সেই ধরনের বইগুলোর মধ্যে একটা।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখার এক অমোঘ টান আছে। মিঠে শব্দের নিজস্ব অভিধান আর মন জুড়িয়ে দেওয়া বাক্যের একটা স্বতন্ত্র ব্যাকরণ যেন তাঁর হাতে রয়েছে। কিন্তু দীর্ঘদিন যারা ওনার লেখা পড়েছেন তাদের কাছে ব্যাপারটা কমন। এই বইটিও পড়তে তাই মন্দ লাগেনা। মনোহারী দোকানের হরেক জিনিসের পশরার মত নানা ধরনের লেখা দিয়ে এই বই সাজানো। কিন্তু অন্তত আমার কাছে কয়েকটি মাত্র লেখা বাদে আর কোনো লেখাতেই নতুনত্ব কিছু নেই। নতুনত্ব অর্থাৎ সেই সব কথা যা এখনও অবধি শীর্ষেন্দু তার কোনো রচনাতেই বলেননি। এমন হতেই পারে। সব লেখাতেই নতুন কিছু বলার থাকবে এমন আশা করা ঠিক নয়। কিন্তু যে লেখক ট্যাংকিসাফের মত গল্প, ঘুণপোকার মত উপন্যাস লিখেছেন তাঁর কাছে পাঠকের আবদার একটু বেড়েই যায়।
এই বইটিতে বিমল কর ও তাঁর সাহিত্য নিয়ে একটি সুন্দর প্রতিবেদন আছে। আর আছে চানাচুরতন্ত্র নামে একটি মুক্তগদ্য। আমার মত পাঠকের কাছে সেই দুটো বেশ বড় প্রাপ্তি। স্মৃতিচারণ গুলো বেশিরভাগ ভালো ভালো কথায় পূর্ণ হলেও শেষের দিকে মহম্মদ আলী ও ম্যারাডোনা নিয়ে লেখকের কলমে তথ্য ও ভাবনার উপকরন উঠে এসেছে। একই কথা বলতে চাই ঘনাদা ৭৫ ও একদম শেষ লেখা উত্তমকুমারকে নিয়ে উত্তম সংগ্রহ রচনাটিকে নিয়ে। কিন্তু এই লেখাগুলো অত্যন্ত সল্প দৈর্ঘ্যের। তাই এগুলো বাদে এই বইয়ের আকর্ষণ কেবল শীর্ষেন্দু। তাঁর লেখা নয়।

ফুটপাথের দোকান
সংস্করণ: প্রথম
ফরম্যাট: হার্ডকভার
প্রকাশনী: পত্রভারতী 
মুদ্রিত মূল্য: ২৭৫/- টাকা



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পরিমল ভট্টাচার্য ও আমরা (দ্বিতীয় পর্ব)

পরিমল ভট্টাচার্য ও আমরা (প্রথম পর্ব)

কোরকের কথা